ফ্রিলান্সারদের জন্য প্রয়োজনীয় সফ্ট স্কিলস:
ফ্রিল্যান্সিং ক্যারিয়ার-এ সফল হতে শুধু টেকনিক্যাল স্কিল থাকলেই হয় না, ভালো ক্যারিয়ার গড়তে হলে কিছু গুরুত্বপূর্ণ সফ্ট স্কিল থাকা প্রয়োজন। এগুলোই মূলত ক্লায়েন্টদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলতে, কাজ বুঝতে এবং ক্লায়েন্ট এর প্রজেক্ট নেগোশিয়েট করতে সাহায্য করে। কারো এই স্কিল গুলো শুরুতেই খুব ভালো থাকেনা, তবে দিনে দিনে এই স্কিল গুলো ডেভেলপ করতে হবে।
১. কমিউনিকেশন স্কিল:
ক্লায়েন্টের চাহিদা ঠিকভাবে বুঝতে না পারলে ভালো কাজ করলেও সমস্যা হতে পারে। আপনি যদি পরিষ্কার এবং পেশাদারভাবে আপনার কথা বলতে বা লিখতে পারেন, তাহলে ক্লায়েন্টরা আপনার উপর আস্থা রাখবে।
২. ইংলিশে দক্ষতা (লেখা + বলা):
কারণ বেশিরভাগ ক্লায়েন্টই বিদেশি, তাই ইংরেজিতে কথা বলা ও লেখা জানতে হবে। গ্রামার পারফেক্ট হতে হবে এমন না, তবে বুঝতে ও বুঝাতে পারলেই চলবে। ইংরেজিতে ভালোভাবে লিখতে, পড়তে এবং বলতে পারলে আপনি ক্লায়েন্টদের সাথে সহজেই যোগাযোগ করতে পারবেন এবং প্রোজেক্ট বুঝে নিতে পারবেন।রেগুলার চর্চা করলে ধীরে ধীরে উন্নতি আসবে। এক্ষেত্রে আমরা ইংলিশ স্পিকিং app যেমন: Speak English, Free4Talk, ChatGPT ব্যবহার করে ইংলিশে দক্ষতা বাড়াতে পারি।


